'বয়কট রূপঙ্কর' (Boycott Rupankar) হ্যাশট্যাগে মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়া (Social media)। এবার সেই ঘটনা নিয়েই জনপ্রিয় কেক বিপণী 'মিও আমোরে'র (Mio Amore) তরফ থেকে মন্তব্য করা হল। জনৈক সর্বজিৎ মৈত্র'র ফেসবুক পোস্টের তলায় তাঁরা দুঃখপ্রকাশ করে মন্তব্য করে জানালেন, রূপঙ্করের মন্তব্যকে (Rupankar's remark on KK) সমর্থন করি না। গ্রাহকদের আবেগের কথাটি মাথায় রেখেই আমরা আমাদের জিঙ্গলটির ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেবো।আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আরও পড়ুন: গান-ডিটেকটিভ গল্প-ভলিবল, পাঠ্যবইয়ের বাইরেও রয়েছে মাধ্যমিকে প্রথম রৌনক-এর জগত
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই গায়ক রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi) নিয়ে উত্তাল হয়ে উঠেছে বাংলা ও বাঙালি। গত ৩১ মে ফেসবুকে লাইভে এসে রূপঙ্কর তোপ দেগেছিলেন 'মুম্বইয়ের শিল্পী'দের নিয়ে। নাম করে কটাক্ষ করেছিলেন কলকাতায় শো করতে আসা বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে'কে (Singer KK died in Kolkata) নিয়েও। ঘটনাচক্রে, তার পরদিনই নজরুল মঞ্চের শো করার পরে মৃত্যু হয় কে কে'র। প্রয়াত গায়কের অগণিত অনুরাগী সহ আরও বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েন রূপঙ্করের বিরুদ্ধে। ওই ফেসবুক লাইভটি পরে ডিলিট করে দেওয়া হলেও তা নিয়ে ক্ষোভের আঁচ কমেনি বিন্দুমাত্র।
প্রসঙ্গত, এই কেক বিপণীর জিঙ্গলটি (Mio Amore jingle sung by Rupankar Bagchi) গেয়েছিলেন রূপঙ্কর বাগচী স্বয়ং। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় গত তিনদিন ধরে তৈরি হয়েছে বহু মিম। এবার এই ঘটনা নিয়ে 'মিও আমোরে'র মন্তব্য অন্য মাত্রা যোগ করল।