'এবার ঠেকে শিখবেন না। শুনবেন।" আসছে 'গপ্পোমীরের ঠেক'! আগামী ১ জানুয়ারি। এভাবেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর পরবর্তী কাজের কথা জানালেন মীর আফসার আলি। জনপ্রিয় রেডিও স্টেশনের রেডিও জকির পদ থেকে সরে দাঁড়ানোর পর কীভাবে নিজের কণ্ঠকে ফের মানুষের কাছে নিয়ে আসবেন মীর, তা নিয়ে জল্পনা ছিল তাঁর অগণিত ভক্তদের মনে। এই ঘোষণার পরে তাতে আপাতত দাঁড়ি পড়ল বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
কিন্তু কী থাকছে এই ঠেকে? এ কি গল্পদাদুর আসরের মতোই কিছু, যা দিয়ে মন ও প্রাণ দুই-ই ভরাতে পারবে বাঙালি? এর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন! তবে, এই আসরে যে অপূর্ব সব গল্প দিয়ে সাজানো হবে এক অনন্য যাত্রাপথের কথা, সেটুকু আন্দাজ করতে পারছেন প্রায় সব নেটিজেনরাই। ফেসবুকে মীরের পোস্টের তলায় তাঁদের কমেন্ট দেখেও দিব্যি টের পাওয়া গেল সেটা।