রেডিও মির্চি (Radio Mirchi) ছাড়লেন মীর (Mir Afsar Ali) ! শুক্রবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর এরকমই একটি পোস্টে হইচই পড়ে গিয়েছে । রেডিও মির্চিতে যে কণ্ঠ শোনার জন্য সবাই অপেক্ষায় থাকতেন, সান্ডে সাসপেনস (Sunday Suspense) যাঁকে ছাড়া ভাবা যায় না, সেই কণ্ঠ আর শোনা যাবে না ? মীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 'মির্চি o(Mir quits Radio Mirchi) ছেড়েছেন । তবে রেডিও না । তবে, অনেকেই মনে করছেন, মীরের এই পোস্টের মধ্যে কোনও টুইস্ট আছে।
শুক্রবার সকালে মীর তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন । সেখানেই দেখা গেল, আকাশবাণীতে কাজ করার সময়ের মীরের একটি সাদাকালো ছবি । সেই ছবির পাশে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। রেডিওর জগতে সক্রিয় থাকা ২৭ বছর । এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের । ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম । আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ । তবে, মির্চি ছেড়েছি । রেডিও নয় । কষ্ট হচ্ছে । একটু ওই ৯৮.৩% মতো । একেবারে শেষ লাইনে লিখেছেন,‘গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর ।’ আর এই লাইনের মধ্যে কোনও টুইস্ট আছে বলে মনে করা হচ্ছে । আর সেই টুইস্ট জানার জন্যই আপাতত, অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন, Raj Chakraborty : রথ এবার পুরীতে নয়, কাটবে মার্কিন মুলুকে, এয়ারপোর্ট থেকে ইউভানের ভিডিও পোস্ট রাজের
তবে, মীরের এই পোস্টের পর থেকে আপাতত মন খারাপ অনুরাগীদের । কমেন্ট বক্স উপচে পড়ছে অনুরাগীদের হাজারো প্রশ্নে । এক অনুরাগীর মন্তব্য, ‘অবিশ্বাস্য’। অনেকেরই প্রশ্ন, তাঁর গলায় 'সান ডে সাসপেন্স' কি আর শোনা যাবে না? কোনও নেট নাগরিক লিখেছেন, 'মীর ছাড়া মির্চি... ভাবাই যায় না ।' কিন্তু, এসব নিয়ে আপাতত মীর চুপ । এই 'গল্পের পরবর্তী অংশ'শোনার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।