টেলিপাড়ায় ফিটনেস ফ্রিক বললে যাঁর কথা সবচেয়ে আগে মাথায় আসে, তিনি অভিনেত্রী দেবলীনা কুমার। দিনরাত জিমে গিয়ে ওয়র্ক আউট, কাক ভোরে সাইক্লিং, কী না করেন দেবলীনা। কিন্তু এবার যেন তিনিও আর পারছেন না। ভাইফোঁটার সকালে এ কী অত্যাচার হচ্ছে অভিনেত্রীর সঙ্গে?
মীর আফসার আলির পোস্ট করা এক ভিডিও দেখা যাচ্ছে জিমে গিয়ে একেবারে নাস্তানাবুদ হচ্ছেন দেবলীনা। শরীরের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে ৫০ কেজির ওজন। সেটাই টেনে নিয়ে এগোতে হচ্ছে অভিনেত্রীকে। এতটুকু ছাড় দিতে রাজি নন দেবলীনার কোচ অরিজিৎ।
দেবলীনার মোটামুটি 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা'! তা দেখে মীর দিলেন আজব বিধান। এ হেন অত্যাচারের বদলা একটাই। এখনই ধরে বেঁধে ফোঁটা দেওয়া হোক ফিটনেস কোচকে।