বাঙালির পুজোর সময় একটু মুখমিষ্টি না করলে চলে নাকি! বয়স যতই থাবা বসাক শরীরে, সুগার বাড়ুক, উৎসবের মেজাজ মিষ্টি ছাড়া হয় না। মীর আফসার আলির পোস্ট করা ভিডিও যেন আরও একবার প্রমাণ করল এই অমোঘ সত্যি।
শ্বশুর বাড়ি গিয়েছেন মীর। শ্বশুর শাশুড়ি দুজনেই ডায়াবেটিক, অথচ লক্ষ্মী পুজোর সকালে দুজনের সামনেই রাখা দু'ধরণের মিষ্টি। মীরের শ্বশুর খাচ্ছেন জিলিপি, শাশুড়ি চন্দ্রপুলি। সুগারের কথা জিজ্ঞেস করলেই শ্বশুর খুব নিশ্চিন্তে বলছেন, দিনে এক দেড় কিলোমিটার হেঁটে মেক আপ করে নেবেন।
Amitabh Bachchan: ৮০ বছরের জন্মদিনে বিগ বি-র চোখে জল! কী এমন বললেন জয়া?
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে।