পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে স্কুলব্যাগ, গলায় ঝুলছে ওয়াটার বোতল । স্কুলে যাওয়ার জন্য একেবারে তৈরি মীর আফসার আলি । কিন্তু,তাঁর মুখ যে একেবারে ভয়ে কাঁচমাচু । কারণ কানমোলা, মার কোনও কিছুই যে বাকি থাকল না তাঁর কপালে । এবার নিশ্চই সবটা গুলিয়ে যাচ্ছে আপনাদের ? ব্যাপারখানা খোলসা করেই বলা যাক ।
আজ, ১৪ নভেম্বর শিশু দিবস । সেই উপলক্ষে একটি মজার ছবি পোস্ট করেছেন মীর । ছবিতে মীরকে স্কুল ইউনিফর্মে দেখা গিয়েছে । আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা । যাঁর এক হাত মীরের কানে, আরেক হাত মীরকে মারতে উদ্যত । ছবির ক্যাপশনটাও মজার । ছোট ছোট বাচ্চাদের হয়ে মায়েদের কাছে মীরের কাকুতি-মিনতি, এদিন অন্তত ছেড়ে দেওয়া হোক তাদের । কারণ,আজ, ১৪ নভেম্বর তাদের দিন । মজার ছলে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মীর আফসার আলি ।
দেশজুড়ে পালিত হচ্ছে শিশু দিবস । আগে দেশে শিশুদিবস ১৪ নভেম্বর নয়, জাতিসংঘের তারিখ অনুযায়ী ২০ নভেম্বর পালন করা হত । জাতিসংঘই প্রথম শিশু দিবস পালন করা শুরু করে । সারা বিশ্বে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারের বিষয়ে সচেতনতা ছড়াতেই এই দিনটির সূত্রপাত । ভারতে ১৯৬৪ সাল পর্যন্ত ২০ নভেম্বর পালন করা হতো শিশু দিবস । নেহেরুর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে তারিখ পরিবর্তন করা হয় ।