বাংলা এফএমের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গিয়েছে গত দু দশক ধরেই। মীর আফসার আলি (Mir Afsar Ali)। সেই মীর সপ্তাহ তিনেক আগে সবাইকে চমকে দিয়ে রেডিও মিরচি ছেড়েছেন। বলা ভালো রেডিওর দুনিয়া থেকেই এখন বেশ খানিকটা দূরে মীর। বৃহস্পতিবার জানালেন নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা। নিজের ইউটিউব চ্যানেল (YouTube Channel) খুলছেন মীর।
গত কয়েকটা দিন অবশ্য মীরের শুধু রেডিও থেকে নয়, এই শহর থেকেও দূরেই কেটেছে। দার্জিলিং এ একটি ওয়েব সিরিজের শুটিং এ গিয়েছেন মীর। সেখান থেকে ঘনঘন সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও আপলোড করেছেন।
Dev: বাড়িতেই সুমিং পুল! এবার কি একা থেকে দোকা হওয়ার পথে অভিনেতা দেব?
প্রাক্তন সকালম্যান জানিয়ে দিলেন তাঁর সকল অনুরাগীর জন্য নিয়ে আসছেন নিজের ইউটিউব চ্যানেল। ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন থেকে শুধু শোনা নয়, নিয়মিত দেখাও যাবে তাঁকে।
বছর পাঁচেক আগে ফুডকা নামের একটি খাবারের ইউটিউব চ্যানেল খুলেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন মীর।