প্রয়াত হলেন দেশের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। গত অগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন ৫৮ বছরের এই কৌতুকশিল্পী। বুধবার শেষ (Raju Srivastav passed away) হল দেড় মাসের লড়াই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। শোকপ্রকাশ করেন বাংলার জনপ্রিয় শিল্পী মীর আফসর আলিও (Mir Afsar Ali)। তাঁর ফেসবুক (Facebook account) অ্যাকাউন্ট থেকে তিনি ইংরেজিতে একটি আবেগপ্রবণ পোস্ট দেন। যার বাংলা তর্জমাটি হল- 'ঈশ্বর দুঃখী ছিলেন। তিনি হাসতে চাইছিলেন। তাই তিনি একটা প্রাইভেট শো-এর জন্য ডেকে নিলেন রাজু ভাইকে'।
আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ, প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
মীর (Mir Afsar Ali) আরও বলেন, তীক্ষ্ণ অবজ়ার্ভেশন ছিল রাজু শ্রীবাস্তবের সবথেকে বড় হাতিয়ার। তিনি কত মানুষের মিমিক্রি করেছেন, যাঁদের বাস্তবে আমরা চিনি না। কেবল ওঁদের ধরনটাকে চিনি। রাজু শ্রীবাস্তব এই চরিত্রগুলোকে এক-একটা নাম দিয়েছেন। এবং জনপ্রিয় কমেডি বলতে আমরা যেগুলো বুঝি, সেটা আমরা রাজু শ্রীবাস্তবের কাজ থেকেই পেয়েছি।