বাংলাদেশের কৌতুক শিল্পী আবু হেনা রনি (Comedian Abu Hena Rony got injured) এখনও আশঙ্কাজনক । হাসপাতাল সূত্রে খবর, তাঁর বিপদ এখনও কাটেনি । শনিবার গ্যাস বেলুন ফেটে গুরুতর আহত হন মীরাক্কেল (Mirakkel) খ্যাত কৌতুক অভিনেতা তথা জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি (Abu Hena Rony)। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । জানা গিয়েছে, তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে । মীরাক্কেলের অন্যতম সেরা কমেডিয়ানের দুর্ঘটনার খবরে চিন্তিত মীর (Mir Afsar Ali) । তাঁর সুস্থতার জন্য প্রত্যেককে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি ।
জানা গিয়েছে, ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই গিয়েছিলেন রনি । পুলিশের ওই অনুষ্ঠানে কিছু গ্যাস বেলুন ওড়ানো হচ্ছিল বলে খবর । সেই সময় একটি গ্যাস বেলুনে বিস্ফোরণ হয় । সেখানেই দাঁড়িয়েছিলেন রনি-সহ আরও কয়েকজন । তাঁরা গুরুতর আহত হন । দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । বিস্ফোরণে আবু হেনা রনি ছাড়াও জিল্লুর রহমান, মোশারফ হোসেন, ইমরান হোসেন, রুবেল হোসেন নামের আরও চারজন আহত হন । রনি ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় । বাকি তিনজন শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
আরও পড়ুন, Haami 2 : 'হামি টু'-এ নেই ভুটুবাবু, নতুন তিন খুদে সদস্যের সঙ্গে পরিচয় করালেন শিবপ্রসাদ
২০১১ সালে ‘মীরাক্কেল’ শো-তে যোগ দিয়েছিলেন রনি । ‘দুলাভাই’ হিসেবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। ভিকি ও পার্থর পাশাপাশি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন । তাঁর এই দুর্ঘটনার খবরে মীরের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক টলিউড তারকাও ।