আরজি করে মহিলা ডাক্তারির খুন এবং ধর্ষণের ঘটনায় চারিদিকে যখন বিরাট প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। তারপরেও, রাজ্যজুড়ে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার হেনস্তার মুখে অভিনেত্রী মিশমি দাস। রবিবার রাতে নিজের বাড়ির সামনেই তাঁর এবং তাঁর মায়ের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ।
ঠিক কী ঘটেছিল মিশমির সঙ্গে? নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভয়ঙ্কর ঘটনা নিয়ে নিজেই বিশদে জানান অভিনেত্রী। মিশমি জানান, রবিবার অভিনেত্রী তৈরি হচ্ছিলেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য। সেসময় তাঁর বাড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। এর জেরে নিজের বাড়ির সামনেই গাড়ি রাখতে পারছিলেন না অভিনেত্রী।
অভিনেত্রীর মা গাড়িটি সরিয়ে নিতে বলায়, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। অনেক ঝামেলার পর গাড়ি সরালেও গালিগালাজ চলতেই থাকে।
এরপর মিশমি এসে সেই গাড়ি এবং মহিলার একটি ছবি তুলে নেন, এরপরেও হুমকির মুখে পড়েন তিনি। ছবিটি মুছে ফেলতে বলা হয়। তাঁর উপর জোর খাটানোরও চেষ্টাও হয় বলে জানান অভিনেত্রী। এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মিশমি।
দিন কয়েক আগেই, এক বাইক আরোহীর বিরুদ্ধে গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে।