গ্ল্যামারের আলোর ছটা এসে পড়লে ঠিক পেছন পেছনে চলে আসে অন্ধকারটাও। সম্প্রতি ওজন বাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়েছেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। আর তখনই খোলসা করে সারা পৃথিবীকে জানিয়েছেন নিজের শরীরে বাসা বাঁধা জটিল রোগের কথা। হরনাজ সেলিয়াক (Celiac Disease) রোগে আক্রান্ত।
গ্লুটেন সমৃদ্ধ খাবার থেকে আরও বেড়েছে সমস্যা। এই রোগে কখনও ওজন বাড়ে, কখনও কমে। কখনও অপুষ্টিজনিত সমস্যাও হয়, হাড়ের সমস্যাও হয়। অটোইমিউন্ড (Auto immuned disease) এই রোগের শিকার ২০২১ এর মিস ইউনিভার্স। আগে মাত্রাতিরিক্ত রোগা হওয়ার জন্য নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতেন। এবার মেদ জমলেও থেমে থাকেননি তাঁরা।
Ganesh Acharya: কোরিয়াগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, চার্জশিট পেশ পুলিশের
তবে হরনাজ নিজের শরীর নিয়ে, চেহারা নিয়ে গোটা দুনিয়ার কথায় কান দেন না। নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।
প্রসঙ্গত, সুস্মিতা সেন, লারা দত্তর পর দীর্ঘ ২১ বছরের ব্যবধানে ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন হরনাজ সান্ধু।