২৮ বছর পর ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর বসছে ভারতে. অন্য নানা দেশের প্রতিযোগীদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের শাম্মি ইসলাম নীলা।
পড়শি দেশে বসেছে মিস ওয়র্ল্ডের আসর। ভারতের খাওয়া দাওয়া সংস্কৃতির সঙ্গে বেশ কিছুটা একাত্ম বোধ করেন নীলা, বিদেশ বিভূঁই মনেই হয় না। আর এপার বাংলার সঙ্গে তো মনের টান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে কথা। ঝরঝরে বাংলায় এডিটরজিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শাম্মি ইসলাম।
২০২৪-এও বিশ্বজুড়ে বহু মানুষকে এখনও ভিক্ষাবৃত্তি করতে হয়, শাম্মি ইসলাম নীলা স্বপ্ন দেখেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে দুনিয়া বদলে দেবেন। সেই নিয়ে সরব হয়তে চান মিস ওয়র্ল্ডের মঞ্চেই। আন্তর্জাতিক মঞ্চে নিজের মাতৃভাষায় কিছু না কিছু বলবেনই, বদ্ধপরিকর নীলা। শাড়িতে সেজে হয়ে উঠেছেন মোহময়ী।
প্রতিযোগিতায় হারা জেতা থাকবেই। তবে, সৌন্দর্যের ছক বাঁধা সংজ্ঞা পেরিয়ে ভাবনায়, মননে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন শাম্মি এবং তাঁর সহপ্রতিযোগীদের সকলেই।