টলিপাড়ায় এখন চলছে জোরকদমে বিয়ের মরশুম। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নতুন জীবন শুরু করতে চলেছেন ‘আলতা ফড়িং’এর অভিনেত্রী মিষ্টি সিং। ১৮ মে তাঁর বিয়ে । তার আগে ১৪ মে, রবিবার ছিল মিষ্টির গায়ে হলুদ, মেহেন্দির অনুষ্ঠান। মিষ্টির এই প্রাক-বিবাহ উদযাপনেও বসেছিল টলিউডের চাঁদের হাট। রিমঝিম মিত্র, তন্বী লাহা রায়রা উপস্থিত ছিলেন মিষ্টির গায়ে হলুদের অনুষ্ঠানে।
হলুদ লেহেঙ্গা, ফুলের গয়নায় সেজেছিলেন মিষ্টি। তাঁর হবু বর রেমোও সেজেছিলেন মানানসই পোশাকে। বর-কনে দুজনকেই মাখানো হয়েছে হলুদ। হলুদ গায়ে নিয়েই মেহেন্দি করতে বসেন মিষ্টি। সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন অভিনেত্রী।
Misty Singh: ১৪ বছরের প্রেম পেতে চলেছে পূর্নতা, অবশেষে হবু বরকে সামনে আনলেন অভিনেত্রী মিষ্টি সিং
বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর । মন্ত্রোচ্চারণ নয়, রেজিস্ট্রি করেই বিয়ে করবেন তাঁরা । একই দিনে রিসেপশন রয়েছে। ছোটবেলার বন্ধু রেমো দাস রায়ই তাঁর জীবনসঙ্গী হতে চলেছে তাঁর। রেমোর বাদামি চোখের প্রেমেই হাবুডুবু খেয়েছেন মিষ্টি। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর । মিষ্টি জানিয়েছেন, তাঁদের বিয়ের থিম রাজপুত । বিয়ের মেনুতে নিরামিষ, আমিষ বিভিন্ন পদ থাকছে । ভেটকি, চিংড়ি, পাঁঠার মাংস, চিকেন কিছুই বাদ নেই ।