মাস কয়েক আগেই বিয়ে করেছেন, হানিমুন সেরে কয়েক দিনের মধ্যেই আবার ফিরেছিলেন শুটিং ফ্লোরে। হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টেলিভিশনের পরিচিত মুখ মিষ্টি সিংহ।
'দিদি নম্বর ১'এর শুটিং-এ গিয়েছিলেন গায়ে জ্বর নিয়েই, শুটিং ফ্লোরে বাড়ে অসুস্থতা। ১০৩-এর ওপর চলে গিয়েছিল তাপমাত্রা, ওষুধেও কাজ হয়নি, শেষমেশ বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
Misty Singh Wedding: রূপকথার বিয়ে, মিষ্টি-রেমোর আমন্ত্রণ রক্ষায় বিবাহ বাসরে মুখ্যমন্ত্রী
স্যালাইন চলার পর আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করলেও শরীর খুব দুর্বল রয়েছে বলে জানিয়েছেন মিষ্টি। স্বামী রেমোরও আগের সপ্তাহে ঠিক এরকমই অসুস্থতা হয়েছিল বলে জানিয়েছেন মিষ্টি।
মাস কয়েক আগেই বেশ ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিক রেমোকে বিয়ে করেন মিষ্টি, শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর, রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে।