১৪ বছরের প্রেম পেতে চলেছে পূর্নতা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'আলতা ফড়িং'-এর অমৃতা ওরফে অভিনেত্রী মিষ্টি সিং (Misti Singh)। ১৮ মে তাঁর বিয়ে । তার আগে ১৪ মে মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান । বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর । মন্ত্রোচ্চারণ নয়, রেজিস্ট্রি করেই বিয়ে করবেন তাঁরা । একই দিনে রিসেপশন রয়েছে। ১৪ বছরের প্রেম অথচ প্রেমিককে কার্যত লুকিয়েই রেখেছিলেন মিষ্টি। তবে আর রাখঢাক নয়, এবার পর্দা তুললেন অভিনেত্রী। হবু বর রেমোর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
ছোটবেলার বন্ধু রেমো দাস রায়ই তাঁর জীবনসঙ্গী হতে চলেছে তাঁর। রেমোর বাদামি চোখের প্রেমেই হাবুডুবু খেয়েছেন মিষ্টি। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর । মিষ্টি জানিয়েছেন, তাঁদের বিয়ের থিম রাজপুত । বিয়ের মেনুতে নিরামিষ, আমিষ বিভিন্ন পদ থাকছে । ভেটকি, চিংড়ি, পাঁঠার মাংস, চিকেন কিছুই বাদ নেই ।