এই মুহুর্তে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছে 'মিঠাই'। কত সিরিয়াল এল গেল, কিন্তু মিঠাইয়ের জনপ্রিয়তায় বিন্দুমাত্রও ভাঁটা পড়েনি। দেড় বছরেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে টেলি জগতে রাজ করছে মিঠাই। ধারাবাহিকে 'মিঠাই' চরিত্রে অভিনয় করছে ছটফটে মিষ্টি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। শুরু থেকেই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি৷ ব্যক্তিগত জীবনেও বেশ ছটফটে সৌমিতৃষা।
আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত! সরল কিয়ারা আমিরের নতুন বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়াতেও দুর্দান্ত সক্রিয় পর্দার মিঠাই৷ পর্দায় তাকে দেখা যায় শাড়িতেই। কিন্তু বাস্তব জীবনে মিঠাই কিন্তু 'পটকা'৷ সম্প্রতি একেবারে নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন অভিনেত্রী। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব পোশাকই সৌমিতৃষা দারুণ ক্যারি করেন।
দিওয়ালির আগে সৌমিতৃষার স্পেশাল ফটোশ্যুটের ভিডিয়ো এই মুহুর্তে ভাইরাল। খয়রি রঙের লং স্কার্টের সঙ্গে হোয়াইট কালারের একটি ক্রপ শার্ট পরেছেন সৌমি, সঙ্গে বোহেমিয়ান ভারী গয়না। উন্মুক্ত নাভি, আর সৌমির আবেদনময়ী চাহনি ঘুম কেড়েছে নেটিজেনদের। আপনি দেখেছেন সেই ভিডিয়ো?