প্রথম থেকে জনপ্রিয়তা শীর্ষে ছিল ধারাবাহিক মিঠাই (Mithai)। পরে টিআরপি তালিকা (TRP List) থেকে ছিটকে যায় মোদক পরিবার। কিন্তু দর্শকদের ভালোবাসা ছিটেফোঁটাও কমেনি মিঠাইয়ের প্রতি। সম্প্রচারের সময় বদলেছে। গল্প বদলেছে কিন্তু দর্শকদের মনে একই ভাবে রাজ করছে মোদক পরিবার। কিন্তু, এবার রাজত্ব নাকি এবার শেষের মুখে। টলিপাড়ায় জোর গুঞ্জন, শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক (Tele Serial) 'মিঠাই' (Mithai) ।
ইতিমধ্যেই কালের নিয়মে ৭০০ পর্ব পার করে ফেলেছে ধারাবাহিক মিঠাই। আর এই ৭০০ পর্ব অতিক্রম হতেই উদযাপনে মেতেছেন মিঠাইয়ের কলাকুশলীরা। মিঠাই, সিদ্ধার্থ, তিস্তা-সহ গোটা মোদক পরিবারকে দল বেঁধে কেক কেটে এই বিশেষ দিনের উদযাপন করতে দেখা গিয়েছে। ঠিক যেন বাড়ির কারও জন্মদিন।
আরও পড়ুন- প্রসেনজিৎকেই বিয়ে করতে চাইতেন রানি মুখোপাধ্যায়, বুম্বদার মাকেও জানিয়েছিলেন সেকথা
কিন্তু এত আনন্দের মধ্যেও ধারাবাহিকের আয়ু ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দানা বেঁধেছে। কিন্তু আদতে এই গুঞ্জন কতটা সত্যি তা নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকের কোনও কুশলীরাও এই বিষয়ে কিছু জানাননি। এর আগেও একবার গুঞ্জন উঠেছিল। জানা গিয়েছিল, পুজোর পরেই পর্দা থেকে বিদায় নেবে মোদক পরিবার। কিন্তু গল্পে বদল এনে ফের দর্শকদের মন জয় করেছিল মিঠাই। কিন্তু এবার কি সত্যি বন্ধ হয়ে যাবে মিঠাই? তার উত্তর দেবে সময়।