পর্দার প্রেম বাস্তবে গড়ানোর ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু মিঠাই আর উচ্ছেবাবুর নাকি পর্দার বাইরের সম্পর্কটা উচ্ছের মতোই তেঁতোই ছিল। কারণ সেখানে এসে গেছিল তৃতীয় ব্যক্তি। তবে এখন নাকি দূরত্ব ক্রমশ কমছে, 'মিঠাই' ধারাবাহিকের ২ বছর পূর্তির উদযাপনে আদৃত সৌমীতৃষা নিজেদের কেক খাইয়েছেন। সব মিলিয়ে অফস্ক্রিন রসায়ন জমে ক্ষীর।
কদিন আগেই শোনা গিয়েছিল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠতা হয়েছে উচ্ছেবাবু অর্থাৎ আদৃতের। সেইটাই নাকি একদম না পসন্দ ছিল সৌমীতৃষার। খুব সম্ভবত, সেই সম্পর্ক খুব বেশিদূর এগোয়নি, তা না হলে ফের কীভাবে মিঠাই-সিদ্ধার্থর রসায়ন এত ভাল হল? টেলিপাড়ায় কি তাহলে এবার নতুন জুটির রূপকথা শুরু?