নভেম্বরের শুরুতেই হঠাৎ করে সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের নায়িকা রফিয়াত রশিদ মিথিলার ডিভোর্সের গুঞ্জন ওঠে। দু'জনের পোস্ট দেখে অনেকেই ভাবতে বসেছিল প্রায় ৩ বছর আগে হওয়া এই বিয়ে ভাঙতে বসেছে এবার।
কিন্তু সেই গুঞ্জনে এবার জল ঢাললেন খোদ সৃজিত পত্নী মিথিলা। জানালেন, বিচ্ছেদের কথায় কান দেওয়ার সময় নেই তাঁর। তাঁর কথায়, 'যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।'
এই বছরের বেশির ভাগ সময়েই বাইরে বাইরে কাটিয়েছেন সৃজিত আর মিথিলা। সৃজিত বেশিরভাগ সময়ই ছিলেন মুম্বইতে। আর মিথিলা বাংলাদেশ-আফ্রিকা যাতায়াত করেছেন নিজের কাজে।
কিন্তু কেন রটেছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন?
দিন কয়েক আগে মিথিলা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। লেখেন, 'কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে নেই?'
একই দিনে একটি ছবি পোস্ট করেন সৃজিত। যে ছবিতে সৃজিত কোনও এক সমুদ্র সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে দাঁড়িয়ে একমনে ঢেউ দেখছেন। ক্যাপসনে জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছিলেন, 'দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ় নো নিড ফর ব্লেম।'
এই পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছিলেন ভাঙতে চলেছে সৃজিত মিথিলার তিন বছরের সংসার। তৈরি হয়েছিল নানা রকমের প্রশ্ন। যদিও এসব প্রশ্ন একেবারেই নাকচ করে সৃজিত পত্নী মিথিলা জানিয়েছেন, 'আমার মনে হয়েছিল ফোটোশ্যুটের ওই ছবির সঙ্গে ওই গানটাই ভাল যাবে। আর সৃজিত যেটা দিয়েছে বব ডিলানের এই গানটা তো আমাদের দুজনেরই প্রিয়।'