বাংলা দেশের দাপুটে অভিনেত্রী, এপার বাংলায়ও বেশ কিছু ছবি/ওটিটি সিরিজে দেখা গিয়েছে রাফিয়াত রশিদ মিথিলার কাজ। টলিপাড়ায় মিথিলার আরও একটি পরিচয় আছে, তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। এই পরিচয় আদৌ সুবিধেজনক নয়, মনে করেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, তাঁর স্বামী সৃজিত, এই পরিচয়ে কোনও সুবিধে নেই, বরং অসুবিধে আছে। এতে মিথিলার অন্যান্য পরিচয় চাপা পড়ে যায়। অভিনেত্রী আরও অন্যান্য পরিচয় আছে, তিনি নিজে একজন উন্নয়ন কর্মী, এছাড়া গবেষকও।
চার বছরের দাম্পত্য, অথচ এখনও সৃজিতের কোনও ছবিতে দেখা যায়নি মিথিলাকে, ভবিষ্যতেও দেখা যাবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে।