আবারও বাবা-ছেলের রসায়ন নিয়ে ছবি, আবারও মিঠুন চক্রবর্তী। তাহলে কি 'প্রজাপতি'র সিকোয়েল আসছে? নাহ। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি আসছে। কিন্তু দেবের বিকল্প কে?
প্রথমে শোনা গিয়েছিল ৭৩ বছর বয়সে আবারও অ্যাকশন ছবিতে দেখা যাবে 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে! পরে অবশ্য জানা গিয়েছে, বাবা-ছেলের সম্পর্ক নিয়ে একেবারে পারিবারিক ছবি বানাচ্ছেন রাজ। ছেলের চরিত্রের জন্য একাধিক অভিনেতাকেই পছন্দ ছিল, কিন্তু শেষমেশ বেছে নেওয়া হয়েছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। লোকসভা ভোটের আগেই নাকি ছবির শুটিং শেষ হবে।
Bollywood Actress: ওটিটি-তে ছবি ফ্লপ! অথচ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী
এর আগে পর্দায় সুপারহিট বাবা-ছেলের সম্পর্কের নজির গড়েছে দেব-মিঠুন জুটি। মিঠুন-ঋত্ত্বিকের জুটি দর্শকের কতোটা মন ছোঁয় সেটাই দেখার।
ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। রাজ বহুদিন পর কাজ করছেন এসভিএফের সঙ্গে৷ শ্রীকান্ত মোহতার সংস্থার সঙ্গে তাঁর শেষ কাজ ছিল 'বলো দুগ্গা মাঈ কি।"