শুধু দর্শকের মনে নয়, বক্স অফিসেও ডানা মেলে উড়েছে 'প্রজাপতি'। ছবির সাফল্য উদযাপন করতে বিশেষ অনুষ্ঠান করা হয় শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানে হাজির ছিল গোটা ‘প্রজাপতি’ ছবির টিম। হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী ও দেব। সেখানেই প্রথমবার 'প্রজাপতি' বিতর্ক নিয়ে মুখ খুললেন মিঠুন। বললেন, "দেবকে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল'।
ছবি নন্দনে না আসায় বিতর্কের ঝড় উঠেছিল। সেই প্রসঙ্গেই মিঠুন বলেন, বিজলি, পূরবীর মতো হলে সিনেমা দেখে বড় হয়েছেন, তাই নন্দনে ছবি না আসা নিয়ে তেমন আক্ষেপ নেই।
Anik Dutta: হাসপাতাল থেকে ছুটি, তবে এখনও চাঙ্গা নন, নিজেই পোস্ট করলেন অনীক দত্ত
তবে কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতেই নাম না করে মিঠুন বলেন, ‘কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।
যদিও দেবের পালটা বক্তব্য, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। দর্শকদের ভাল লাগছে। এটাই সব বিতর্কের আসল জবাব।’