কিছুদিন আগেই বিগ বির (Big B) সঙ্গে কাজ করেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তারপর মিঠুন দার (Mithun Chakraborty) সঙ্গে ছবির শুটিং।
ছোট পর্দার পটকাকে রোগা করেই ছাড়বেন ডিস্কো ড্যান্সার (Disco Dancer)। দিন রাত রোগা হওয়ার টোটকা দিতেন, ছবির শুটিং-এর ফাঁকেই। অনস্ক্রিন জামাইকে কখনও বলতেন, পাঁঠার মাংস ছাড়তে, কখনও বলতেন তেঁতুলগোলা জল খেলেই হাতেনাতে মিলবে ফল"।
'প্রজাপতি'-র ফ্লোরে মিঠুন চক্রবর্তী ছিলেন একেবারে খোশ মেজাজে। কত অভিজ্ঞতা শেয়ার করেছেন অম্বরীশদের সঙ্গে, আর সহকর্মীদের কাজের প্রশংসা করতেও ভোলেননি।
জানিয়েছেন নিজেও খাদ্যরসিক ছিলেন। ছবির সেটে খেতেনও খুব। কিন্তু সকালে দীর্ঘক্ষণ ঘরের মধ্যেই নেচে নিতেন, মেদ জমবে কী ভাবে? এখন অবশ্য মাপা খাওয়া মিঠুনের, সে কথাও জানিয়েছেন অম্বরীশ।