শুটিং ফ্লোরে ফিরলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। গত ১০ ফেব্রুয়ারি 'শাস্ত্রী' ছবির শুটিংয়ে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বস্তরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে মিঠুনের খোঁজ নেন। ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান তিনি। তারপর থেকে বোনের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন।
Vikrant Massey:বন্ধুদের নেমন্তন্ন করে প্লাস্টিকের চেয়ারে বসতে দিতেন, আজ বলিউড কাঁপাচ্ছেন সেই অভিনেতা
প্রথমে ঠিক ছিল ২২ ফেব্রুয়ারিতে ফ্লোরে ফিরবেন মিঠুন। কিন্তু হাসপাতালে থাকায় দুদিন শুটিং মিস করেছেন, তাই সোমবারের কাজে ফিরলেন তিনি৷ সোমবার সকাল ১০টা নাগাদ বানতলায় শুটিং ফ্লোরে উপস্থিত হন ‘মহাগুরু’। হাসি মুখেই ফ্লোরে মিঠুনকে দেখে স্বস্তি পায় গোটা ইউনিট।
মিঠুনের কামব্যাকে উচ্ছ্বসিত পরিচালক পথিকৃৎ বসু৷ তিনি বলেছেন, "মিঠুনদা নতুন উদ্যমে শুটিং শুরু করেছেন। ওঁকে দেখে আমরাও উচ্ছ্বসিত। লাঞ্চ ব্রেকের আগে দুটো দৃশ্যের শুটিংও করে ফেলেছি আমরা।"