হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হাতে একাধিক চ্যানেল করা, স্যালাইন চলছে। এরকমই একটি ছবি গত কয়েকদিন ধরে ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই উদ্বেগ বাড়ছে তাঁর ভক্তদের।
এডিটরজির তরফে যোগাযোগ করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতার ছেলে নমসী চক্রবর্তীর (Namasi Chakraborty) সঙ্গে। মিঠুনপুত্র জানালেন, "বাবা ভাল আছেন। আমি জানি, ভাইরাল হওয়া ছবিটি ভক্তদের মধ্যে প্যানিক তৈরি করেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সব ভালই আছে। বাবার কিডনিতে স্টোন (Kidney stone) ধরা পড়েছে। খুব শিগগির অপারেশন করা হবে"।
মুঠোফোনে, না খেলার মাঠে, কোথায় কাটবে ছেলের বিকেল? প্রকাশ্যে ঝগড়া রাজ-শুভশ্রী-র
হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের অনুমতি না নিয়েই ছবিটি পোস্ট করে দেন বলে জানিয়েছেন মিঠুন-পুত্র।