বাবলির পর, মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Charkaborty)। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বাবা-ছেলের চরিত্রে মিঠুন এবং ঋত্বিক। এই মুহূর্তে জোরকদমে চলছে ছবির শ্যুটিং। শুক্রবার সকালে, শ্যুটিং সেটের বেশ কিছু ছবি শেয়ার করেন পরিচালক রাজ চক্রবর্তী। ক্যামেরা ধরে রাজ, মিঠুন মাছের বাজারে দরদাম করছেন, কখনও বা শট-কেমন দিলেন-তা এক দৃষ্টে দেখছেন ঋত্বিক।
দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘মহাগুরু’, গত ১০ ফেব্রুয়ারি 'শাস্ত্রী' ছবির শুটিংয়ে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বস্তরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে মিঠুনের খোঁজ নেন। ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান তিনি। দুদিনের মাথাতেই ফিরেছিলেন শ্যুটিং-এ।
উল্লেখ্য , ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। রাজ বহুদিন পর কাজ করছেন এসভিএফের সঙ্গে৷ শ্রীকান্ত মোহতার সংস্থার সঙ্গে তাঁর শেষ কাজ ছিল 'বলো দুগ্গা মাঈ কি।"