ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত হবেন মিঠুন চক্রবর্তী। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এই পুরস্কার তুলে দেওয়া হবে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এই খবর প্রকাশ করেছেন।
এর আগে ১৯৮৪ সালে দাদা সাহেব পেয়েছিলেন কিংবদন্তি সত্যজিৎ রায়, এরপর ২০০৩ সালে এই পুরস্কার পান পরিচালক মৃণাল সেন, ২০০৮ সালে সংগীত জগতে অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন মান্না দে, ২০১১ সালে দাদা সাহেব পান সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর পর, ফের বাংলাকে এই ঐতিহ্যবাহী পুরস্কার এনে দিচ্ছেন মিঠুন চক্রবর্তী।
বাংলা চলচ্চিত্র জগতের মায়েস্ত্রো পরিচালক মৃণাল সেনের হাত ধরে জার্নি শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী, তারপর থেকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলার সেই ছেলেকে চিনে নিতে সময় লাগেনি বলিউড ইন্ডাস্ট্রির। সেদিনের গৌরাঙ্গ চক্রবর্তী, মায়ানগরীতে পরিচিতি পেলেন মিঠুন নামেই।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বর্তমানে বিজেপি নেতা। মিঠুনের কেরিয়ারে মোট ৩টি জাতীয় পুরস্কার রয়েছে। বলিউডে তাঁর একটি রেকর্ডের ধারেকাছে এখনও কেউ ঘেঁষতে পারেনি। লিমকা বুক অফ রেকর্ডসে ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবি মুক্তি পায় মিঠুনের। এবার তাঁর মুকুটে জুড়ছে আরও একটি উজ্জ্বল পালক। দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ‘ডিস্কো ডান্সার’। বলাই বাহুল্য, টলিউড বলিউড দুই ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই এ ভারী গর্বের খবর।