শনিবার সকাল থেকেই চিন্তায় বিনোদন জগৎ। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। কলকাতায় ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং-এই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বাবার অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি মুম্বই থেকে কলকাতা আসেন মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।
Ritabhari Chakraborty: ছিমছাম সাজ, চোখে মোটা কাজল আর টিপ! ভালবাসার সপ্তাহে ঋতাভরীর ছবি তুলে দিলেন কে?
ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন ‘মহাগুরু ,সেই সময় পিতা-পুত্রের সঙ্গে ছিলেন টলিপাড়ার প্রযোজক অতনু রায়চৌধুরী। সর্বক্ষণ চিকিৎসকদের নজরে থাকছেন অভিনেতা। রবিবার ছেড়ে দেওয়া হতে পারে অভিনেতাকে। এরপর বাবাকে সঙ্গে করেই মিম মুম্বই উড়বেন কী না সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি।