ইন্ডাস্ট্রির পুরুষ গোয়েন্দাদের সঙ্গে পাল্লা দিয়ে গোয়েন্দাগিরি চালাবেন মিতিন মাসি। অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। পাওয়ার প্যাক অ্যাকশনে ভরা মিতিন মাসির ট্রেলার।
সুচিত্রা ভট্টাচার্যের কালজয়ী সৃষ্টি 'সারান্ডায় শয়তান' অবলম্বনে এগোবে ছবির গল্প। ট্রেলারের ক্যাপশনে লেখা, ‘গত তিন মাসে সারণ্ডার জঙ্গলে দুটো হাতি মারা হয়েছে। চোরা শিকারিদের ধরতে ডাক পড়ল মিতিন মাসির !’ জঙ্গলের শত্রুরা নিস্তার পাবে না মিতিন থাকতে। জঙ্গলে মিতিন মাসির ট্রেলারে এমনই ইঙ্গিত মিলল।
২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টের হাত ধরে আসছে ছবি। ছবি মুক্তির দিন ১৯ অক্টোবর।