র্যাম্পে হাঁটছিলেন, আচমকা লোহার স্তম্ভ ভেঙে মৃত্যু হল তরুণী মডেলের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়।
২৪ বছরের মডেল বংশিকা চোপড়া নয়ডার সেক্টর ১৬-এ এলাকায় ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে র্যাম্পে হাঁটছিলেন গত ১১ জুন৷ তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঞ্চের আলোকসজ্জার জন্য ওই লোহার পিলার লাগানো হয়েছিল৷ আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের উপর৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বংশিকার৷ দুর্ঘটনায় আহত যুবক ববি রাজ স্থানীয় হাসপাতালে ভর্তি।
ফ্যাশন শো-এর উদ্যোক্তা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ বংশিকার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷