মুম্বইয়ে উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার। একটি হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানে দেহ ঝুলছিল। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত মডেলের নাম আকাঙ্খা মোহন। বয়স ৩০। বুধবার রাত ৮টা নাগাদ মুম্বইয়ের আন্ধেরির একটি হোটেলে ওঠেন তিনি। সেদিন ফোন করে ঘরে খাবারও আনান। বৃহস্পতিবার সকাল থেকে হোটেল কর্মীরা বারবার ডেকেও সাড়া পাননি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে হোটেলের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখে ওই মডেলকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ঘর থেকে একটি সাদা কাগজ পায়। সেখানে লেখা ছিল, তাঁর এই পরিণতির জন্য কেউ দায়ী নয়। ভাল নেই তিনি। শুধু শান্তি দরকার। সুইসাইড নোটটি মৃত মডেলের কিনা, খতিয়ে দেখছে পুলিশ।