বিশ্বকাপের শেষ ধাপে এসে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত ভারত ছিল অপ্রতিরোধ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়া শামির প্রশংসা সকলের মুখে মুখে। সেই শামি নাকি জুনিয়র কোহলির খোঁজ পেয়ে গিয়েছেন, রীতিমতো প্র্যাকটিসও করেছেন।
সোনু সুদের ছেলে আয়ান সুদ প্রশিক্ষক হিসেবে শামিকে পেয়েছিলেন। গত তিন বছরে একটু একটু করে উন্নতিও হয়েছে আয়ানের। সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবা সোনু।
সঙ্গে অভিনেতা লিখেছেন কিংবদন্তিদের গুরু হিসেবে পেলে এমনটাই হয়।