প্রয়াত মহীনের শেষ ঘোড়া, বাপি দা ওরফে তাপস দাস। এক অধ্যায়ের ইতি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বাপি দা। তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন সংগীত প্রিয় মানুষজন। কিন্তু শেষ রক্ষা হল না। ঘরে ফেরার গান আর গাইবেন না বাপি দা। রবিবার বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় এই সংগীত শিল্পীর। শিল্পীর ছবি শেয়ার করে এই দুঃসংবাদ জানিয়েছেন রূপম ইসলাম।
Emergency: 'ইন্দিরা মানেই ইন্ডিয়া!’ প্রকাশ্যে কঙ্গনা পরিচালিত 'এমারর্জেন্সি'র টিজার
গায়ক লিখেছেন, ‘এরকম কত বাঙময় মুহূর্তই রয়ে গেল শুধু। সচল হয়েও থেকে গেল গন্জীবনের অনন্ত পথচলা।..থিম গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল। বাপি দা স্বশরীরে তুমি আর নেই, কিন্তু এভাবেই তুমি থাকবে। লাল সেলাম, বিপ্লব দীর্ঘজীবী হোক’