এখনকার সেলেবরা তাঁদের গর্ভাবস্থার সব খুটিনাটি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সোনম কাপুরও (Sonam Kapoor) তার ব্যতিক্রম নন। সম্প্রতি লন্ডনে হয়ে গেল সোনমের সাধ ভক্ষণ (Baby shower)। ফ্লোরাল থিমের সেই উদযাপনের নানা মুহূর্ত হবু মা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
বোন রিয়া কাপুরও ছিলেন উদযাপনে। গোলাপি রঙের গাউনে সোনমকে দারুণ লাগছিল, বরাবরই যেমন লাগে। সপ্তাহ খানেক আগে নিজের জন্মদিনেও একেবারে রানির মতো সেজেছিলেন অনিল কন্যা।
গত মার্চে হবু সন্তানের খবর জানিয়েছিলেন সোনম এবং আনন্দ আহুজা (Anand Ahuja)। তারপর থেকে অন্তঃসত্তাকালের (Pregnancy) নানা ছবি, ভিডিও সোনাম নিজেই শেয়ার করেছেন।
Hoichoi new series: হইচইতে আবার আলাপ-শ্রুতির হিট জুটি! নতুন রহস্য নিয়ে আসছে ১ জুলাই
দিন কয়েক আগে আনন্দের ইটালিতে বেবিমুনও কাটিয়ে এলেন সোনম-আনন্দ।