বাংলা সিরিয়ালে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'মোনালিসা' (Monalisa)! এটুকু পর্যন্ত শুনলে তেমন কিছু মনে হয় না। সেটাই স্বাভাবিক। কিন্তু, যদি বলা হয়, সিরিয়ালের এক চরিত্র ওই 'মোনালিসা'কে ফুল-মালা দিয়ে পুজো করছেন, ধূপ দেখাচ্ছেন। তাহলে? চোখ কপালে ওঠা স্বাভাবিক। আর এখনকার ট্রেন্ড অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় (Social media) তা নিয়ে ট্রোল হওয়াও আলদা কিছু নয়। ঠিক, এমনটাই ঘটেছে।
আরও পড়ুন: উড়তে ইচ্ছে করছে হবু মা পরীমণির, ফেসবুকে খোলাখুলি লিখলেন মনের কথা
মাত্র কয়েকদিনের মধ্যেই জি বাংলার ‘গৌরী এলো’ (Zee Bangla serial) টিআরপি (TRP) তালিকায় প্রথমের দিকে জায়গা করে নিয়েছে। তবে এই কথাও ভুললে চলবে না, শুরুর আগে থেকেই এই সিরিয়াল নেই কম ট্রোলিং হয়নি নেটপাড়ায়। মোহনা-বিশ্বরূপের নতুন জুটিকে ভালোবাসাতেও ভরিয়ে দিয়েছে দর্শকদের একটা বড় অংশ।
দিন কয়েক আগেই ঈশানকে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রেখেছে গৌরী (Gouri Elo)। সেখানে শৈল মায়ের সঙ্গে জমে উঠেছে গৌরীর টক্কর। সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে এতো সবার জানা, কিন্তু এবার সিরিয়ালের (Zee Bangla serial) নায়িকা এমন কীর্তি ঘটিয়ে বসল যে হাসির রোল নেট দুনিয়ায়। ঠিক কী ঘটেছে ‘গৌরী এলো’তে?
ধারাবাহিক নিয়ে কটাক্ষ, ব্যঙ্গে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social media)। প্রশ্ন উঠছে এটা কি সত্যিই কোন ভুল? কেন এই দৃশ্য? জানা গিয়েছে, এই ধারাবাহিকে গৌরী প্রত্যন্ত গাঁয়ের এক মেয়ে। সে মোনালিসার ছবি চেনে না, তাই ভুল করেই এই কাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ, পুরোটাই হয়েছে চিত্রনাট্যের খাতিরেই।