দিব্যি তো ঘুরছিলেন, দেশে বিদেশে, ফটো শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়, দেশে ফিরতেই কী হল মনামীর? সম্প্রতি, কলকাতায় ফিরেছেন অভিনেত্রী, মনামীর দু'পায়ে আঘাতের চিহ্ন, কনুইয়ে ব্যান্ডেজ কিন্তু চোখ এড়ায়নি অনেকেরই। কী হয়েছে অভিনেত্রীর? জানালেন নিজেই।
জাপানে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী, সেখানেই ছোট দুর্ঘটনার মুখে পড়ে কেটে ছড়ে যায়, এখন ঠিক আছেন, তবে ক্ষতর দাগ মেলাতে সময় লাগবে। ছড়ে যাওয়া পায়ের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
মনামীর পায়ের তলায় যেন সর্ষে। মাস কয়েক আগেই গিয়েছিলেন কোরিয়ায়, তারপর জাপানে। কাজের মাঝে এই ঘুরে বেড়ানো তাঁর কাছে অক্সিজেনের মতো।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে মনামীকে দেখা যাবে পরিচালকের স্ত্রী গীতা সেনের ভূমিকায়।