মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী! শুধু এটুকুতেই চমক ছিল, কিন্তু সাম্প্রতিক খবর বলছে, চমকের আরও বাকি আছে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনামী ঘোষ।
গীতা সেনের কিছু ভিডিওই আপাতত সম্বল, সে সব দেখে দেখে মনামীকে হোম ওয়র্ক করতে বলেছেন সৃজিত।
মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁকে নিয়ে ছবি করছেন ২২ শ্রাবণের পরিচালক, এই খবর আগেই সামনে এসেছিল, ছবির নাম পদাতিক। ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এবার প্রকাশ্যে এল মনামীর নাম। সৃজিতের কাস্টিং-এ নিঃসন্দেহে একের পর এক চমক আছেই।
Ritabhari Chakraborty: বর-কনের কপালে সিঁদুর, দিদির বিয়ের ছবি পোস্ট করতেই ট্রোলিং, জবাব দিলেন ঋতাভরী