১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে চার-চারটে বাংলা সিনেমা । তার মধ্যে অন্যতম সৃজির মুখোপাধ্যায়ের 'দশম অবতার' । কিন্তু সিনেমা মুক্তির একদিন আগেই মিলল সুখবর । জানা গিয়েছে, দশম অবতার মুক্তি পাওয়ার আগেই সব রেকর্ড ভেঙে দিয়েছে । আর সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করেছেন প্রযোজক মহেন্দ্র সোনি । কিন্তু, কোন রেকর্ড ভেঙেছেন প্রসেনজিৎ, যিশু, অনির্বাণরা ?
মহেন্দ্র সোনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অগ্রিম বুকিং-য়ে ইতিমধ্যেই 'দশম অবতার'-এর ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে । নির্মাতাদের দাবি, এর আগে বাংলা সিনেমার সমস্ত অ্যাডভান্স বুকিং রেকর্ড ভেঙে দিয়েছে সৃজিতের সিনেমা । মুক্তির আগেই মহেন্দ্র সোনি লিখলেন 'দশে দশ দশম অবতার'।
দশম অবতার-এ অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া এহসান । প্রবীর রায়চৌধুরীর ভূমিকায় আবার দেখা যাবে বুম্বাদা-কে । জোরকদমে সিনেমার প্রমোশন করছেন কলাকুশলীরা । এদিকে, একইদিনে মুক্তি পাচ্ছে কোয়েলের মিতিন মাসি, দেবের বাঘাযতীন ও মিমির রক্তবীজ ।