দিন পাঁচেকের মেগা ইভেন্টে কত-শত মুহূর্তের জন্ম হল। সে সব মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। বলছি, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে এবং বিয়ে সংক্রান্ত নানা অনুষ্ঠানের কথা। আলাদা করে যা উল্লেখ করতেই হয়, তা হল, বিনোদন জগতের একপ্রকার রিইউনিয়ন, এত বড় রিইউনিয়ন আগে দেখেনি এই দেশ।
আমন্ত্রিতদের নিজেদের মধ্যে দেখা হল, কুশল বিনিময় হল। এমন অনেক জুটির দেখা হল, বহু বছর পর, যাদের বারবার একসঙ্গে দেখতে চেয়েছে দর্শক। দেখা হল হৃত্ত্বিক রোশন, ঐশ্বর্য রাইয়ের। ধুম-২ এবং যোধা আকবরে যাদের রসায়ন নাড়িয়ে দিয়েছিল সিনেপ্রেমীদের। আরও একবার নস্টালজিয়া আক্রান্ত হলেন নেটিজেনরা।
অনন্ত-রাধিকার বিয়েতে দেখা হল অমিতাভ-রজনীকান্তের। 'হাম', 'গ্রেফতার'-এর মতো ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন দুই কিংবদন্তি। বিয়েতে দেখা হতেই রজনীকান্ত প্রণাম করতে যাচ্ছিলেন, থালাইভাকে বুকে টেনে নিলেন বিগ বি।
আলাদা করে বলতে হয় শাহরুখ-সলমনের কথা। অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এও একসঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন কিং খান এবং ভাইজান। আজকাল যে দুজনের সম্পর্ক অনেকটা মসৃণ, বোঝাই যায়। টাইগার ৩ এবং পাঠান-এ দুজনের গেস্ট অ্যাপিয়ারেন্স-ই সে কথা বলে দিয়েছে।
কবীর সিং-এর ফ্যানেরা অবশ্য এদের জন্য নয় অপেক্ষায় ছিলেন একসঙ্গে শাহীদ কাপুর এবং কিয়ারা আদভানিকে দেখবেন বলে। হতাশ হননি।