Mother's Day 2022 : বলিউড ও টলিউডের 'সিঙ্গল' মায়েরা...

Updated : May 08, 2022 05:51
|
Editorji News Desk

'সিঙ্গল মাদার' । শব্দটা আইনে যতই গৃহীত হোক, সমাজে কিন্তু এখনও তার গ্রহণযোগ্যতা কতটা, তা নিয়ে সন্দেহ রয়েছে । কারণ, সিঙ্গল মাদারদের সমাজ এখনও বাঁকা চোখেই দেখে । একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও নানান প্রশ্নের সম্মুখ্খীন হতে হয়ে সিঙ্গল মায়েদের । যাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়েছে বা বিচ্ছেদের মামলা চলছে, শুধু তাঁদের ক্ষেত্রেই নয় । যাঁরা বিয়ে না করেও বৈজ্ঞানিক পদ্ধতিতে (আইভিএফ) মা হয়েছেন বা দত্তক নিয়েছেন, তাঁদেরও একই অভিজ্ঞতা ! কিন্তু, এসবের মধ্যেও 'সিঙ্গল মা' হওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন মেয়েরা । ভারতীয় গ্ল্যামার দুনিয়ার এরকম উদাহরণ তো ভুরি ভুরি । বলিউড থেকে টলিউড...একনজরে 'সিঙ্গল' মায়েদের সংক্ষিপ্ত তালিকা ...

বলিউড

নীনা গুপ্তা

ওয়েস্ট ইন্ডিসের তারকা ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমে পড়েছিলেন নীনা গুপ্তা । আশির দশকে লিভ ইন করেছিলেন তাঁরা । তবে স্ত্রীকে ডিভোর্স দিয়ে কোনওদিনই নীনাকে বিয়ে করেননি ভিভ । আজ থেকে তিরিশ বছর আগে কুমারী মা হওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল নীনার কাছে । তবে তিনি পিছিয়ে আসেননি । ১৯৮৯ সালে জন্ম হয় ভিভ ও নীনার কন্যা মাসাবার ।

সুস্মিতা সেন

বিয়ে করেননি সুস্মিতা সেন । ২০০০ সালে, মাত্র ২৫ বছর বয়সেই কন্যা সন্তান দত্তক নেন অভিনেত্রী । রেনে তাঁর প্রথম সন্তান । এর দশ বছর পর তিন মাসের আলিশাকে দত্তক নেন সুস্মিতা । দুই সন্তান সিঙ্গল মাদার হিসাবে গর্বিত অভিনেত্রী ।

রবিনা ট্যান্ডন

বিয়ের আগে দুই কন্যা সন্তান ছায়া ও পূজাকে দত্তক নিয়েছিলেন রবিনা । পরে অনিল থাড়ানির সঙ্গে তাঁর বিয়ে হয় । দত্তক নেওয়া দুই কন্যা সন্তানের ধুমধাম করে বিয়েও দিয়েছেন রবিনা ।

করিশ্মা কাপুর

২০০৩ সালে বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর । কিন্তু, বেশিদিন সম্পর্ক স্থায়ী হয়নি । কয়েক বছর পরই দুই সন্তান সামাইরা ও কিয়ানকে নিয়ে আলাদা হয়ে যান করিশ্মা । সেই থেকে দুই সন্তানের দায়িত্ব একা হাতেই পালন করছেন । বলিউডে গর্বিত 'সিঙ্গল মাদার' করিশ্মা কাপুর ।

এছাড়াও বলিউডে 'সিঙ্গল মাদার'-এর তালিকায় রয়েছেন পূজা বেদী, অমৃতা সিং ও আরও অনেকে ।

টলিউড

অনিন্দিতা সর্বাধিকারী

টলিউড পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছেন । সন্তানের জন্ম বা তার পিতৃপরিচয় নিয়ে কোনওদিনই ধোঁয়াশা রাখেননি অনিন্দিতা । তাঁর আট বছরের ছেলে অগ্নিস্নাতর কাছে তার মা-ই সব ।

স্বস্তিকা

সিঙ্গল মাদার হিসাবে স্বস্তিকার জার্নিটা খুব কঠিন ছিল । পদে পদে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে । অভিনেত্রী জানিয়েছেন, মেয়ে অন্বেষাকে স্কুলে ভর্তি করার সময় সবথেকে বেশি সমস্যা হয়েছিল । স্বস্তিকার দাবি, তাঁর 'সিঙ্গল মাদার' স্টেটাসের জন্য কলকাতার নামী-দামী স্কুল মেয়েকে ভর্তি নেয়নি । সেই আক্ষেপ তো একটা ছিলই । তবে, সব বাধা পেরিয়ে মেয়েকে বড় করে তুলেছেন । ২২ বছরের মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুর সম্পর্ক স্বস্তিকার ।

শ্রীলেখা মিত্র

২০১৩ সালে আলাদা হয়ে যান টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও শিলাদিত্য সান্যাল । তখন তাঁদের মেয়ে ঐষির ৮ বছর বয়স । তারপর কেটে গিয়েছে ৯টা বছর । একা হাতেই মেয়েকে বড় করে তুলছেন শ্রীলেখা । সব দায়িত্ব সামলাচ্ছেন । 'সিঙ্গল মাদার' হিসাবে গর্বিত শ্রীলেখা ।

শ্রেয়া পাণ্ডে

নুসরত টলিউডের প্রথম সিঙ্গল মাদার নন, এর আগে অভিনেত্রী তথা মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে সিঙ্গল মা হয়েছেন । সারোগেসির মাধ্যমে ২০১৮ সালে কন্যা সন্তানের মা হন শ্রেয়া ।

নুসরত জাহান

নুসরতের মা হওয়া নিয়ে একসময় কটাক্ষের শিকার হন অভিনেত্রী । প্রথম দিকে সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনেননি নুসরত । বিয়ে ছাড়াই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি । তাঁর কোল জুড়ে এসেছে ছোট্ট ঈশান । যদিও, পরে জানা যায়, যশই তাঁর সন্তানের বাবা ।

এছাড়াও টলিউডে সিঙ্গল মায়েদের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা, শ্রাবন্তী ও আরও অনেকে । মাদার্স ডে-তে এই সিঙ্গল মায়েদের কুর্নিশ ।

mother's day 2022Tollywoodmother's dayBollywoodMother

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন