হলুদ আর মেহেন্দির অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ‘নাগিন’ খ্যাত মৌনী রায়ের (Mouni Roy marriage celebrations) বিবাহপর্ব। বৃহস্পতিবার গোয়াতে সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ছোট ও বড় পর্দার এই তারকা অভিনেত্রী। ইতিমধ্যেই তাঁর বিবাহ-আসরের (Mouni Roy marriage celebrations) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মন্দিরা বেদি, অর্জুন বিজলানি, জিয়া মুস্তাফা, ওঙ্কার কাপুর প্রমুখ।
মৌনী এবং সুরজের সম্পর্ক ছিল টপ সিক্রেট! এমনকি, বলিউডের পাপারাজ্জিরাও তেমন কিছু টের পাননি। মৌনীও কখনও তাঁদের বিয়ে (Mouni Roy marriage celebrations) নিয়ে এর আগে একটি শব্দও খরচ করেননি। যদি, চলতি সপ্তাহের শুরুতেই পাপারাজ্জিরা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই মুহূর্তে, মৌনীর (Mouni Roy marriage celebrations) হাতে বড়পর্দায় উল্লেখযোগ্য কাজ হিসেবে রয়েছে অয়ন মুখার্জির বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। যেখানে অমিতাভ বচ্চন, রনবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই অভিনেত্রীকে।