হোক না দীর্ঘ দিনের প্রেমিকা। বিশেষ দিনের সাজে তাঁকে কেমন লাগবে, আঁচ করতে পারেননি সূরজ নাম্বিয়ার (Suraj Nambiar)। আর তাই-ই বিয়ের আসরে কনে মৌনী রায়কে (Mouni Roy) দেখে মুগ্ধতা লুকোতে পারেননি সূরজ। বৃহস্পতিবার সকালে, বিয়ের পর থেকেই মৌনী-সুরজের বিয়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মালায়লি মতে বিয়ে, তাই মৌনী সেজেছিলেন একেবারে লালপেড়ে শাড়িতে ট্র্যাডিশনাল সাজ। হালের বলিউডি বিয়েতে ডিজাইনার শাড়িরই চল বেশি। সেখানে কিছুটা ছক ভাঙাই কোচবিহারের মেয়ের বিয়ের সাজ।
আরও পড়ুন | আজ মৌনীর বিয়ে, মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অবশ্য বিয়ের একদিন আগে থেকেই হলদি, মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছিল। প্রতীক্ষা ছিল বিয়ের মুহূর্তের। গোয়ায় ডেস্টিনেশন বিয়ে হলেও মিয়াঁ বিবির নাকি পরিকল্পনা রয়েছে মুম্বইতে গ্র্যান্ড রিসেপশনের।