দেশে বক্সঅফিসে রেকর্ড 'পাঠান'-এর (Pathaan) । চতুর্থ দিনেও ভারতের বাজারে ৫০ কোটির বেশি ব্যবসা করল শাহরুখের (Shah Rukh Khan) সিনেমা । সব মিলিয়ে দেশজুড়ে এখন বক্স অফিসে 'পাঠান'-এর (Pathaan Box office collection) আয় ২০০ কোটির বেশি । যা কেজিএফ, বাহুবলী-কে ইতিমধ্যেই টেক্কা দিয়েছে । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ করা ছবি হল 'পাঠান' ।
ভারতের বাজার থেকে চতুর্থ দিনে ২১২ কোটির মতো আয় করেছে শাহরুখ খানের 'পাঠান' । বিশ্ব বাজারে যা ইতিমধ্যেই ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে । ‘পাঠান’ই একমাত্র হিন্দি ছবি যা মুক্তি পাওয়ার প্রথম দিনেই ৫৫ কোটি টাকা তুলে নিয়েছে । ছবি মুক্তির তৃতীয় দিনে ‘পাঠান’ ২০০ কোটি টাকা তুলে নিয়েছে । এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি । অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে ।
আরও পড়ুন, Shah Rukh Khan : 'পাঠান' -এর সাফল্যে আব্রামের বিশেষ উপলব্ধি, হঠাৎ কেন মনে হল এমন, বললেন শাহরুখ
উল্লেখ্য, 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তির পরই 'বয়কট পাঠান'-এর ডাক দিয়েছিলেন একটি বিশেষ রাজনৈতিক মতে বিশ্বাসী অনেকে । শাহরুখ খানের আসমুদ্রহিমাচল জনপ্রিয়তার কাছে যা কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ।