ভারতীয় ক্রিকেটের মেগাস্টার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবার পা রাখতে চলেছেন বিনোদনের জগতে! বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণী সুপারস্টার বিজয়ের (Thalapathi Vijay) একটি ছবির প্রযোজনা করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
গত মে মাসেই জানা গিয়েছিল, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tamil Film Industry) প্রযোজনা করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। নিউজ ১৮-এর একটি রিপোর্ট অনুযায়ী, ধোনি নিজেই সুপারস্টার বিজয়কে নিজের প্রযোজনার একটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দেন। 'থালাপতি ৬৬' নামে একটি ছবির শুটিং করছেন বিজয়। ধোনির প্রস্তাবে সাড়া দেন তিনি।
আরও পড়ুন: ইমন, সুদীপ্তা, বিদিপ্তা...টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ জড়িয়ে পড়ছেন রহস্যে, কী ব্যাপার?
এই ছবি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু এই ছবিতে ক্যামিও হিসেবে কি দেখা যাবে মাহিকে! তা নিয়ে উত্তেজনা ধোনি অনুরাগীদের মধ্যে।
২০২০ সালে ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তখনই জানা গিয়েছিল, তামিল ছবির প্রযোজনা করবে এই সংস্থা।