মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কান্ডারি। তাঁর জীবনী এবার রুপোলি পর্দায়। মুক্তি পেল শ্যাম বেনেগালের পরিচালিত এই ছবির ট্রেলার। ছবিটির নাম 'মুজিব-দ্য মেকিং অফ আ নেশন (Mujib- The Making of a Nation)।' ইন্দো-বাং মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। এই ছবির ট্রেলার নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ। ট্রেলারের শুরুতেই ফুটে উঠেছে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। গোটা ট্রেলার জুড়ে দেখানো হয়েছে বঙ্গবন্ধু কীভাবে স্বাধীন বাংলাদেশের রূপকার হয়ে উঠলেন। এছাড়াও ট্রেলারে তুলে ধরা হয়েছে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবনও। ৎ
আরও পড়ুন - গুপ্তধনের খোঁজে পর্দায় ব্যোমকেশ, প্রকাশ্যে সৃজিতের 'দুর্গ রহস্যের' ট্রেলার