আগের বছর দাদু হয়েছেন ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ফের আম্বানি প্রাসাদ আন্তেলিয়ায় উৎসবের মেজাজ৷ আজ্ঞে, মুকেশের ছোট ছেলে অন্তত আম্বানি (Anant Ambani) বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। ইতিমধ্যেই সেরেও ফেলেছেন বাগদান। বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে অনন্ত অম্বানি এবং শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট সেরেছেন বাগদান।
মন্দিরের ঐতিহ্যবাহী রাজভোগ শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেন আম্বানি ও মার্চেন্টের পরিবার৷ অনন্তর সঙ্গে আগে থেকেই মেলামেশা ছিল রাধিকার। হবু বৌমা রাধিকাকে বেশ কয়েকবার দেখা গিয়েছে আম্বানিদের অনুষ্ঠানেও। অবশেষে আন্তেলিয়ার ছোট রানি হতে চলেছেন তিনি৷ ইতিমধ্যেই তাদের বাগদানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে,রাধিকা এনকোর হেল্থকেয়ার বোর্ডে পরিচালক হিসেবে কাজ করছেন। শাস্ত্রীয় নৃত্যেও পারদর্শী রাধিকা। এককথায় গুণের অভাব নেই তাঁর।