এ পার বাংলার সবচেয়ে বড় উৎসব। তবে তা তো শুধু বাংলায় আটকে নেই, বিশ্বের যে প্রান্তেই বাঙালি আছে, সেখানেই শারোদোৎসব উদযাপিত হবেই। মায়ানগরী মুম্বইতেও দুর্গা পুজো হয় বেশ ধুমধাম করেই। কাজল-রানিদের বাড়ির পুজো, মুখার্জি বাড়ির পুজো মুম্বইতে নাম করা। সেই পুজোয় ষষ্ঠী থেকেই চলে তারকা সমাগম। দশমীর দুর্গা বরণেও টিনসেল টাউনে ভরপুর বাঙ্গালিয়ানা। বিদায়বেলায় মা-কে বরণ করলেন বলিউডের গ্ল্যাম কুইনরা।
মুখার্জি বাড়ির পুজোয় দশমীর সকালেই হল দুর্গার বরণ। বিদায়বেলায় দেবী দুর্গাকে বরণ করতে মুখার্জি বাড়ির পুজোয় হাজির শার্লিন চোপড়া। সোনালি কাজ করা লাল বেনারসি পরে দুর্গা বরণ করলেন শার্লিন। লাল শাড়িতে শার্লিনের বং লুক ছিল চোখ ধাঁধানো।
দৃশ্যম খ্যাত অভিনেত্রী ঈশিতা চিরকালই প্রবাসী। কিন্তু দুর্গাপুজোটা ঈশিতা কাটান একেবারে ভরপুর বাঙ্গালিয়ানায়। সদ্য মা হয়েছেন ঈশিতা। দুর্গা বরণের সময় তিনিও বেছে নিয়েছেন টুকটুকে লাল শাড়ি।
পুজোর প্রথম থেকেই পুজোর নানা কাজে, অতিথি আপ্যায়নে বেশ ব্যস্ত থাকেন রানি মুখার্জি, কাজল, তানিশারা। বাড়ির মেয়ে বলে কথা। দশমীতেও ওঁদের পা ফেলার জো নেই। বন্ধু, আত্মীয়, পরিজনদের সঙ্গে দুর্গা বরণ করলেন, সিঁদুর খেললেন রানি-তানিশারা। পুজোর কদিন একেবারে বাঙালি সাজেই সাজেন মুখার্জি বাড়ির সকলেই। স্টারডম সরিয়ে ওরা এ ক'টা থাকেন একেবারে ঘরের মেয়ে হয়েই।