সলমন খানকে ফের প্রাণে মেরে দেওয়ার হুমকি । সোশ্যাল মিডিয়ার পাতায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই লিখেছেন, সলমন খানকে কেউ বাঁচাতে পারবে না । এর আগেও বহুবার ভাইজানকে এরকম খুনের হুমকি দিয়েছেন লরেন্স । বর্তমানে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয় সলমনকে । এবার ফের নতুন করে হুমকি মেলায় সলমনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল মুম্বই পুলিশ । পাশাপাশি তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। বর্তমানে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলিউডের ভাইজানকে ।
মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে, সেই বিষয়ে নিশ্চিত করার জন্য, নিরাপত্তার বিষয়টি নিয়ে একটা আলোচনা করা হয়েছে । সলমনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তাঁরা এবং তাঁকে সতর্ক থাকতে বলেছেন । তাঁর নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন ।
রবিবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি সলমন খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনার 'ভাইকে' এসে আপনাকে রক্ষা করতে হবে । এই বার্তা সলমন খানের জন্যও । এই ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে । কেউ আপনাকে বাঁচাতে পারবে না ।'