একটা মৃত্যু অনেকগুলি প্রশ্ন তুলে দিল। তবে কি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের জেরেই অকআলে ঝরে গেল অভিনেত্রী তুনিশা শর্মার(Actress Tunisha Sharma Passed Away) প্রাণ। এবার সে প্রসঙ্গেই মুম্বই পুলিশের এসিপি চন্দ্রকান্ত যাদব(Mumbai ACP Chandrakant Yadav) রবিবার জানান, অভিনেত্রীর মৃত্যুর ১৫ দিন আগেই প্রেমিক শীজান খান তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেন। তারপর থেকেই কার্যত অবসাদে ভুগছিলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, প্রেমিক শীজান খানকে(Sheezan Khan) ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত(Mumbai Court)। তবে তাঁর বিরুদ্ধে এখনও কোনও প্রমাণ যোগাড় করতে পারেনি মুম্বই পুলিশ। তুনিশার মা শীজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন। তারপরেই শীজানের বিরুদ্ধে ওয়ালীব থানায়(Waleeb Police Station) ৩০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়।
রবিবার শুটিং চলাকালীন আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Shrama)। মাত্র ২০ বছর বয়স তাঁর। সম্প্রতি আলিবাবা দস্তান-ই-কাবুল ধারাবাহিকে অভিনয় করছিলেন। মুম্বইয়ে সেই ধারাবাহিকের সেটের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় এদিন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি (Actress Tunisha Sharma Passes Away)।
আরও পড়ুন- Dipa Karmakar Suspends: ডোপিং বিধি লঙ্ঘন, ২ বছরের জন্য নির্বাসিত দীপা কর্মকার
শিশুশিল্পী(Child Artist) হিসেবেই অভিনয় জীবনের শুরু। ভারত কা বীরপুত্র, মহারাণা প্রতাপ-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তুনিশাকে। কাহানি-২(Kahani 2), ফিতুর(Fitoor), দাবাং থ্রি-র(Dabang 3) মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। ফিতুরে ক্যাটরিনার(Katerina Kaif) ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। টেলিভিশনে তাঁর সিরিয়াল 'ইন্টারনেটওয়ালা লাভ'(Internetwala Love Serial) খুবই জনপ্রিয় হয়।