বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে তলব করল আদালত। বৃহস্পতিবার সেশন কোর্টের হাজিরার নির্দেশ আদিত্য পাঞ্চোলি-সহ পাঁচ জনকে। ২০১৩ সালের জুন মাস থেকে মামলা চলছে বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার।
আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন জিয়ার মা। সেই মামলাতেই ফের তলব অভিনেতাকে। মামলায় তলব করা আরও চারজনের মধ্যে একজন মামলার তদন্তকারী আধিকারিক। খবর, জিয়া খানের আত্মহত্যার বিষয়ে তাঁরা কে কী জানেন, তার সাক্ষ্যপ্রমাণ সংগ্রহেই আদালতের তলব। তলবের দিন পাঁচ সাক্ষী যেন গরহাজির না থাকেন, সেই নিয়ে হুঁশিয়ারি দিয়েছে আদালত। বৃহস্পতিবার হাজিরা না দিলে যে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে, তা জানিয়ে দিয়েছে সেশন কোর্ট।
২০১৩ সালে আত্মহত্যার আগে জিয়া খানের সঙ্গে আদিত্যর ছেলে সূরয পাঞ্চোলির প্রেমের সম্পর্ক ছিল। লিভ ইন সম্পর্কে থাকার সময় থেকে পাঞ্চোলি পরিবারের তরফে হেনস্থা করা হত জিয়াকে, রাবিয়া খানের এই অভিযোজো অস্বীকার করেছে পাঞ্চোলি পরিবার।